বড়লেখা উপজেলার শিক্ষা ক্ষেতে যোগান্তকারী নাম ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা। ২০০৫ সাল থেকে একঝাক নিষ্টানবান নিবেদিত প্রান শিক্ষক নিষ্টার সাথে দান করে যাচ্ছে শিক্ষা সেবা। বাংলাদেশের ভিবিন্ন উচ্চপদ সহ বিশ্বের ভিবিন্ন উন্নত অবস্থানের দায়িত্ব্য পালন করছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এমনি একটি প্রতিষ্টানের চেয়ারম্যান হিসাবে নিজেকে গর্বিত মনে করে। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও পরিচালক সকলের ঐক্যান্তিক প্রচেষ্টায় আজ এই বিদ্যালয় টি সকলের প্রিয় প্রতিষ্ঠানের রুপ নিয়েছে। দিন দিন বেড়ে চলছে শিক্ষার্থীর সংখ্যা। প্রাকৃতিক সৌন্দর্যময় নির্মুল পরিবেশে বড়লেখার উত্তর চৌমহনীতে স্ব-মহিমায় দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষা কারিকুলামের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, সাহিত্য সংস্কৃতি, খেলা-ধুলা, স্কাউটিং, কম্পিউটার ল্যাব সহ রয়েছে কিডস কর্নার। সময়ের প্রয়োজনে যখন যা প্রয়োজন সাথে সাথেই সেসকল ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষার্থীর সু-শিক্ষার পথ সুগম করে যাচ্ছি। আমাদের এই কাজের যাদের সর্বাত্মক সহযোগীতা পাচ্ছি তাদের সবার প্রতি জানাই কৃতজ্ঞতা। আগামীর পথ চলায়ও সবাই সাথে থাকবেন এই প্রত্যাশায় সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।