ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা সম্পুর্ন ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বড়লেখা পৌর শহরের দক্ষিন বাজারে একটি স্থানে শুরু হলেও বর্তমানে মোকাম রোড উত্তর চৌমুহনীতে অত্যন্ত মনোরম, শান্তি শৃঙ্খলায় প্রাকৃতিক পরিবেশ, যাতায়াত ও আধুনিক প্রযুক্তির সকল সুবিধা নিয়ে চলছে ২০০৫ সাল থেকে।শিক্ষা সেবার ব্রত নিয়ে একঝাঁক উদ্যমী পরিচালক সহ শিক্ষক-শিক্ষিকা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান দেখে অভিভাবকরা বাংলা মাধ্যাম চালুর চাপ সৃষ্টি করায় ২০১০ সাল থেকে শুরু হয় বাংলা মাধ্যম। প্রথমে প্রাথমিক শাখা দিয়ে শুরু হলেও বর্তমানে মাধ্যমিক পর্যায় প্রসার করেছে। এই প্রতিষ্ঠান প্রতি বছর P.S.C, J.S.C ও S.S.C তে A+সহ শতভাগ ফলাফল অর্জন করছে। সকলের সর্বাত্মক প্রচেষ্টায় এ প্রতিষ্টান শিক্ষার মান উন্নয়নে শিক্ষা সফর, পার্শ্ব শিক্ষা, ধর্মীয় শিক্ষা, বিভিন্ন জাতীয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতা সহ সকল ভাবে সমান দক্ষতায় এগিয়ে যাচ্ছে।
আগামীতে ক্যাম্পাস সংখ্যা বৃদ্ধি ও কলেজে রুপান্তর করার পরিকল্পনা রয়েছে পরিচালনা পরিষদের। বড়লেখার মতো একটি মফস্যল এলাকায় এধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠায় এলাকার সকলের সাথে পরিচালক শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল গর্বিত।